ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

টেস্টেও সেরা হতে চান বাবর

টানা ১২৫৮ দিন ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে ১ নম্বরে থাকা বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন বাবর আজম। টি-টুয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান হওয়ার স্বাদ নিয়েছিলেন তিন বছর আগেই।


বাবর পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই স্বাদ পেয়েছেন। তার আগে জহির আব্বাস (১৯৮৩-৮৪ মৌসুম), জাভেদ মিয়াঁদাদ (১৯৮৮-৮৯ মৌসুম) এবং মোহাম্মদ ইউসুফ (২০০৩ সালে) পেয়েছিলেন এক নম্বর ব্যাটসম্যান হওয়ার স্বাদ।


ওয়ানডেতে এক নম্বরে আসার পর পাকিস্তান ক্রিকেটের দেওয়া ভিডিও বার্তায় ২৬ বছর বয়সী বাবর জানান, টেস্টেও হতে চান এক নম্বর ব্যাটসম্যান।


বাবর বলেন, টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর হয়েছিলাম, এখন ওয়ানডেরও শীর্ষে উঠেছি। আমার লক্ষ্য এবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে ওঠা। আর এটাই ব্যাটসম্যানদের দক্ষতার সেরা পুরস্কার। আমি জানি, এর জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হবে। ধারবাহিক পারফর্মেন্সের সঙ্গে শীর্ষ দলগুলোর বিপক্ষেও ভালো করতে হবে।


বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আছেন বাবর। গত বছর ফেব্রুয়ারিতে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। যা ছিল তার ক্যারিয়ার সেরা।

ads

Our Facebook Page